অস্তিত্ব টিকিয়ে রাখতে ইউপি নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি


প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

ইউপি নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে স্বাগত জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি এখন দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে। কাজেই অতীত থেকে শিক্ষা নিয়ে ২০১৯ সালে শেখ হাসিনার অধীনে জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেবে বিএনপি।

সোমবার সন্ধ্যায় পাবনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি ও জামায়াতের জ্বালাও-পোড়াও রাজনীতি এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। মানুষ শেখ হাসিনার শাসন আমলে পেয়েছে উন্নয়ন। গ্রাম-গঞ্জে এখন মানুষ শান্তিতে বাস করছে। ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎ। দেশের প্রায় ২৬ হাজার কমিউনিটি হাসপাতাল চালু করা হয়েছে। আর স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌঁছে গেছে। তাই মানুষ আর বিএনপির হত্যার রাজনীতি চায় না।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, যেভাবে দেশ এগিয়ে চলছে তাতে আগামী ২০১৯ সালের নির্বাচনেও মানুষ নৌকাকে ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবেন।

পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল রহিম লাল, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারোফ হোসেন, আওয়ামী লীগ নেতা আবুল হামিদ মাস্টার, পাবনা জেলা যুবলীগ সাধারণ সম্পাদক প্রমুখ।

একে জামান/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।