এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশনে শিক্ষকরা


প্রকাশিত: ০৫:২৩ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সৃষ্টপদে নিয়োগপ্রাপ্ত নন এমপিও বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ।

মঙ্গলবার পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে ২য় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন এই শিক্ষকরা।

সরকার বিভিন্ন সময় আশ্বাস দিলেও আজ পর্যন্ত যথাযথ কোনো ব্যবস্থা নেয়নি। এজন্য প্রায় ১৫ হাজার শিক্ষক মানবেতর জীবন অতিবাহিত করছেন উল্লেখ করে অনশনে অংশ নেয়া শিক্ষকরা বলেন, ২০১৩ সালের ১৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে শিক্ষকরা বৈধভাবে নিয়োগ পেলেও কেউই এমপিওভুক্ত হতে পারছে না।

চলতি মাসের ১৭ তারিখে সংগঠনের সদস্য এ কে এম আব্দুল বাতেন বেতন ভাতার দুশ্চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জানিয়ে এভাবে আর কত শিক্ষক মারা যাবেন? বলে প্রশ্ন রাখেন শিক্ষকরা।

আমরণ অনশনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি প্রদীপ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর, প্রচার সম্পাদক এনামুল হক প্রমুখ।

এএস/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।