দেশে অঘোষিত সান্ধ্য আইন চালু করেছে সরকার : রিজভী
সরকার দেশে অঘোষিত সান্ধ্য আইন চালু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। মঙ্গলবার বেলা ১১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, পুলিশি ক্ষমতা প্রয়োগের মাধ্যমে জোর করে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে যুবলীগ ও ছাত্রলীগের সোনার ছেলেরা লুটপাট করছে।
সরকারের কাছে জনগণ শত্রু হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা গনতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধবংস করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, তাইফুল ইসলাম টিপু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।
এমএম/এআরএস/পিআর