বৃষ্টিতে রিয়াজ-মাহির ভালোবাসা!
‘অ্যাই, চলো না বৃষ্টিতে ভিজি/ চলো না কন্যা যাই ছাদে/ আজ আমরা বৃষ্টিবন্দি ভালোবাসার অপরাধে…’- এমন কথার গানটি লিখেছিলেন প্রয়াত কথাশিল্পী হুমায়ূন আহমেদ।
লেখকের স্মৃতিকে দর্শকদের মাঝে ছড়িয়ে দিতে গানটিকে নিজের প্রথম ছবিতে রেখেছেন মেহের আফরোজ শাওন। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তার স্ত্রী শাওন নির্মাণ করেছেন ‘কৃষ্ণপক্ষ’ নামের চলচ্চিত্র। আগামী ২৬ ফেব্রুয়ারি এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। তবে তার আগেই প্রকাশ হলো ‘চলো না বৃষ্টিতে ভিজি’ শিরোনামের গানটি।
গানটি ইউটিউবে এসেছে গতকাল সোমবার, ২২ ফেব্রুয়ারি। এস আই টুটুল ও নাওমীর কণ্ঠে এই গানের দৃশ্যে অংশ নিয়েছেন ছবির নায়ক রিয়াজ ও নায়িকা মাহিয়া মাহি। সেখানে দুজনকে বৃষ্টিতে ভিজে হেসে-খেলে ছুটে বেড়াতে দেখা গেছে।
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, চিত্রনায়িকা মাহি, তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস প্রমূখ।
দেখুন গানটির ভিডিও :
এলএ/পিআর