হিন্দির দাপটে বাংলা ভাষা হারিয়ে যেতে বসেছে : হাফিজ


প্রকাশিত: ০৮:৪০ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

শাসক গোষ্ঠীর ক্ষমতার অপব্যবহারে একুশের চেতনা হারিয়ে যাচ্ছে উল্লেখ করে বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, “হিন্দি ভাষার দাপটে আজ বাংলা ভাষা হারিয়ে যেতে বসেছে। যে ভাষার জন্য জাতির এতো উৎসর্গ, সেই ভাষা শহীদদের নাম কেউ না জানলেও জনগণ জানে আওয়ামী মাস্তানদের নাম।”

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বর্তমান প্রেক্ষাপটে মহান একুশের চেতনা` শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্বে মামলা প্রসঙ্গে সাবেক এ মন্ত্রী বলেন, তিনি ভূল স্বীকার করেছেন, তারপরও তার বিরুদ্বে কথা বলা হচ্ছে। তার চেয়ে মারাত্মক কথা বলেছিলেন ক্ষমতাসীন দলের শেখ ফজলুল করিম সেলিম, জলিল ও ওবায়দুল কাদের। তাদের বিরদ্ধে কােনো ব্যবস্থা নেয়া হয়নি। মিথ্যাচার করে তারা সকল পত্রিকা বন্ধ করে দেয়ার পায়তারা করছে।

বিএনপির এই নেতা বলেন, অনির্বাচিত সরকার দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। ধীরে ধীরে দেশটা মূর্খের দেশে পরিণত হচ্ছে। মন্ত্রী এমপিরা ইংরেজী বলতে পারে না। সচিবরা সঠিকভাবে বাংলা উচ্চারণ করতে পারে না।

নারায়নগঞ্জের আলোচিত ৭ খুন মামলার প্রধান আসাসি নূর হোসেনকে রিমান্ডে না নেয়ার কঠোর সমালচনা করে তিনি বলেন, “হায়রে দেশ, আমরা সবাই অন্যায় না করেও রিমান্ডে যাচ্ছি। কিন্তু তাকে রিমান্ড নেয়া হচ্ছে না।”

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির সহ-স্বেচ্ছা সেবক বিষয়ক সম্পাদক এবি এম মোশারফ হোসেন, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দােলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন বক্তব্য রাখেন।

এমএম/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।