বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রস্তাব
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও গণ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘প্রতিবেশিকে জানুন’ শীর্ষক জনজীবন ভাষা ও সংস্কৃতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন থেকে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রস্তাব করা হয়েছে।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন (মঙ্গলবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন থেকে এ প্রস্তাব করা হয়।
বাংলা ভাষায় বিজ্ঞানের বই লেখা ও অনুবাদ করা হলে বিজ্ঞান চর্চায় দেশ অনেক দূর এগিয়ে যাবে এবং একই সঙ্গে ভাষা ও সংস্কৃতি সমুন্নত থাকবে বলে দাবি করেন বক্তারা।
চীন, রাশিয়া, জার্মানি ও জাপানসহ বিশ্বের উন্নত জাতিগুলোর দৃষ্টান্ত টেনে সম্মেলনের শিক্ষা ও মাতৃভাষা সেশনে শিকদার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. হাফিজুদ্দিন আহমেদ তার প্রবন্ধ উপস্থাপনে বলেন, ‘উন্নত জাতিগুলো তাদের নিজেদের ভাষায়ই বিজ্ঞান চর্চা করে। আমাদের দেশের শিক্ষার্থীরা ওইসব দেশে পড়ালেখা করতে গেলে প্রথম ছয়মাস তাদের ভাষা শিখতে হয়। বাংলায় চিকিৎসা শাস্ত্রের বই লিখিত ও অনুবাদ হলে আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক দূর এগিয়ে যাবে। অনেক সময় দেখা যায় পরীক্ষার সাক্ষাৎকারে আমাদের শিক্ষার্থীরা অনেক প্রশ্নের উত্তর দিতে পারে না ইংরেজিতে প্রশ্ন করার কারণে। অথচ বাংলায় প্রশ্ন করলে দেখা যেত তারা সে প্রশ্নের উত্তর জানে।’
বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞানের বই লেখা ও অনুবাদ করা কঠিন কিছু নয় দাবি করে তিনি আরও বলেন, ‘এর জন্য আমাদের শিক্ষকদের সামান্য ত্যাগ শিকার করতে হবে এবং সরকারকে এ কাজে এগিয়ে আসতে হবে।’
‘বিদেশি ভাষাই শিক্ষা বিস্তারের জন্য প্রতিবন্ধক’ রবীন্দ্রনাথ ঠাকুরের এ উদ্ধৃতি উল্লেখ করে অধ্যাপক ড. হাফিজুদ্দিন আহমেদ বলেন, ‘মাতৃভাষায় শিক্ষা দান করা হলেই কেবল ভাষার জন্য আমাদের শহীদদের আত্মত্যাগ স্বার্থক হবে।’
তিন দিনব্যাপী এ সম্মেলনের প্রথম ও দ্বিতীয় দিনে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আগত কবি, সাহিত্যিক, শিল্পী ও বিশ্ববিদ্যালয় শিক্ষকরা তাদের প্রবন্ধ উপস্থাপন করেছেন।
এছাড়া সম্মেলনে গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের সমন্বয়কারী ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহ উদ্দিন আহমদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন এবং দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থীরা অংশ নেন।
হাফিজুর রহমান/একে/আরআইপি