সৌদি বিমান ছিনতাইয়ে ইরানের পরিকল্পনা নস্যাৎ
ম্যানিলার নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের যাত্রীবাহী বিমান ছিনতাইয়ে ইরানের পরিকল্পনা নস্যাৎ করেছে ফিলিপাইন। ম্যানিলার স্থানীয় একটি সংবাদপত্রের খবরে বলা হয়েছে, ফিলিপাইন কর্তৃপক্ষ বিমান ছিনতাইয়ের পরিকল্পনা সম্পর্কে কিছু গোপন নথি উদ্ধার করেছে। এতে সৌদি বিমান ছিনতাইয়ে ইরানের পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত হয়েছে ম্যানিলার কর্মকর্তারা।
পত্রিকাটি আরো বলছে, সম্প্রতি ইরানের অন্তত ১০ জনের একটি সংঘবদ্ধ দল এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য পৃথক ফ্লাইটে তুরস্ক হয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে পৌঁছেছে। তারা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া অথবা ফিলিপাইনে সৌদি বিমান ছিনতাইয়ের পরিকল্পনা করছে।
ম্যানিলা বুলেটিনের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি এয়ারলাইনসের আরোহীদের নিরাপত্তা বৃদ্ধির জন্য ম্যানিলা বিমানবন্দর কর্তৃপক্ষকে স্ক্রিনিং ডিভাইস বসানোর আহ্বান জানিয়েছে সৌদি দূতাবাস। এজন্য ফিলিপাইনের যথাযথ কর্তৃপক্ষের কাছেও আবেদন করেছে সৌদি আরব।
সৌদি এয়ারলাইনসের মুখপাত্র আব্দুল রহমান আল ফাহাদ আরব নিউজকে বলেন, তারা সবার আগে বিমানের নিরাপত্তাকে অগ্রাধিকার দেন। তিনি বলেন, বিমানের নিরাপত্তা নিশ্চিত করা কর্তৃপক্ষের জন্য আন্তর্জাতিক দায়িত্ব। এছাড়া সৌদি এয়ারলাইনসের বিমান এবং আরোহীদের নিরাপত্তার জন্য সব পক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে তিনি জানান।
এসআইএস/এবিএস