নওগাঁয় ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত
নওগাঁর পত্নীতলায় ট্রাকের ধাক্কায় আলহাজ্ব বসির মোল্লা (৫৫) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি জেলার সাপাহার উপজেলার তিলনা গ্রামে বলে জানা যায়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা চৌধুরী জানান, পত্নীতলা উপজেলার শিশা বাজার এলাকায় একটি ট্রাক যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রী বসির মোল্লা গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় মহাদেবপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
আব্বাস আলী/এসএস/পিআর