যাত্রাবাড়ীতে বাস্তুহারা লীগ নেত্রীর ছেলে খুন


প্রকাশিত: ০৮:০১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর যাত্রাবাড়ীতে বাংলাদেশ বাস্তুহারা লীগ কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক সম্পাদিকা রীনা খানের ছেলে মাসুদ রানাকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর দনিয়ার রসুলপুরের কবরস্থান গলিতে কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে পালিয়ে যায়।

পরে আহত অবস্থায় মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে পুলিশ। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

মাসুদ রসুলপুরে খালার বাসায় বেড়াতে এসেছিলেন। তিনি পরিবারের সঙ্গে ধোলাইপাড় হাইস্কুল গলিতে বসবাস করতেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহতের খালা রেখা খান জানান, দনিয়া কবরস্থান গলিতে তার ছেলে মেহেদীকে খানকে দুর্বৃত্তরা মারধর করে। মাসুদ এর প্রতিবাদ করলে স্থানীয় শিকদারসহ ১০/১৫ জন তাকে প্রথমে মারধর করে। পরে তারা তাকে কুপিয়ে পালিয়ে যায়।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, কী কারণে হত্যার ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে কি-না তা তদন্ত করে দেখা হচ্ছে।

পারিবারিক সূত্র জানায়, তিন মাস আগে মাসুদ মালয়েশিয়ার একটি কলেজ থেকে বিবিএ শেষ করে দেশে ফেরেন। তাদের গ্রামের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। তার বাবার নাম ওহাব মোল্লা।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।