আরো ১৩ ইউপিতে শুধু আওয়ামী লীগের প্রার্থী
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আরো ১৩টিতে শুধুই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ছাড়া কোনো প্রতিদ্বন্দ্বী নেই। গতকাল (বুধবার) মনোনয়নপত্র যাচাই-বাছায়ে ওই সব ইউপিতে আওয়ামী লীগ ছাড়া বিএনপি ও অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। জাগো নিউজের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য বিশ্লেষণ করে এবং নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা যায়।
তবে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা জেলা নির্বাচন কর্মকর্তার কাছে তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন। সোমবার মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে ইসি জানায় এর মধ্যে লডাইয়ে নেমেছেন ৩ হাজার ৫০০ জন প্রার্থী । এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ২৫ চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। আর বিএনপি ৪৫টি ইউপিতে কোন প্রার্থী দেয়নি। আর বুধবার মনোনয়নপত্র বাছাই শেষে দেখা যাচ্ছে আওয়ামী লীগ আরো ১৩ ইউপিতে বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হবে।
এই ১৩টির মধ্যে বাগেরহাটে সাতটি, ঝালকাঠির নলছিটিতে পাঁচটি ও খুলনার একটি ইউপি রয়েছে। বুধবার রাত ৮টা পর্যন্ত এ খবর পাওয়া গেছে। এর আগে ২৫টি ইউপিতে মনোনয়নপত্র জমা দেন কেবল আওয়ামী লীগের প্রার্থীরা। এগুলোর মধ্যে বাগেরহাটেরই ১৯টি। এখন এই জেলায় ২৬টি ইউপিতে কেবল আওয়ামী লীগের প্রার্থীরা রইলেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, যাচাই-বাছাই শেষে জেলার ৭৪টি ইউপিতে চেয়ারম্যান পদে ২০৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। এঁদের মধ্যে ২৬টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একক প্রার্থী হিসেবে রয়েছেন।
এইচএস/জেএইচ/পিআর