প্রথম দফার ইউপি নির্বাচনে প্রার্থী ৩৫৬৮ জন


প্রকাশিত: ১২:২১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

প্রথম দফার ইউনিয়ন পরিষদ  (ইউপি) নির্বাচনে লডাইয়ে নেমেছে ৩৫৬৮ জন প্রার্থী। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের ৭৪১ জন এবং বিএনপির ৬৬৮। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ২৫ চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। আর বিএনপি ৪৫টি ইউপিতে কোন প্রার্থী দেয়নি। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব জেসমিন তুলি এ তথ্য নিশ্চিত করেন ।

তিনি জানান, মোট প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ১৬৬৮ জন আর রাজনৈতিক দলসমূহের ১৯০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচনে অংশ নেয়া ২৪টি রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগের ৭৪১ জন, বিএনপির ৬৬৮ , জাপা ১৪৮, জাসদ ৩০, ইসলামী আন্দোলন ২৪৫,  বিকল্প ধারা ৫, ওয়ার্কাস পার্টি ২৪, বিপ্লবী ওয়ার্কাস পার্টি ০ জেপি ২০, বিএনএফ ৭, কমিউনিস্ট পার্টি ৪, এলডিপি ০, এনপিপি ০, ইসলামীক ফন্ট ০, খেলাফত মজলিশ ০, জেএসডি  (রব) ১, তরিকত ফেডারেশন ১, কৃষক শ্রমীক জনতা লীগ ১, ইসলামী ঐক্য ১, জমিয়তে ওলামা ২, বাংলাদেশ ইসলামী ফন্ট ০, কল্যাণ পার্টি ১, ন্যাপ ২, জাকের পার্টি ১ জন।

উল্লেখ্য,ছয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রথম ধাপে ২২ মার্চ  ৭৩৯টি ইউনিয়নে ভোট হবে।

এইচএস/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।