রুপার থালায় রাণীর কুকুরের রাজভোগ


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

অগাধ সম্পত্তি হলে মানুষের নাকি কোনো আহ্লাদের শেষ থাকে না। যার বাস্তব উদাহরণ ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ। রাণীর খেয়ালখুশির নানা বিবরণ হরহামেশাই শোনা যায় ইংল্যান্ডে। তবে সম্প্রতি এমন এক তথ্য সামনে এসেছে যা শুনে অনেকেরই চক্ষু চড়কগাছ।

এলিজাবেথের প্রিয় পোষ্য কুকুর। তার পোষা কুকুরদের খুবই আদর যত্নে রাখেন তিনি। তাদের দেখভাল, আদর-যত্নে কোনও কমতি মেনে নেন না রাণী।

রাজপরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করেছেন এমন এক পশু মনোবিদ এবং বিহেভেরিয়াল থেরাপিস্ট ডা. মাগফর্ড জানিয়েছেন, রাণী এলিজাবেথের পোষা কুকুরদের রাজপরিবারের সদস্যের মতোই রাখা হয়। তাদের স্টেক, খরগোশ রোস্ট বা চিকেন পরিবেশন করা হয় রুপার থালায়।

এমনকি তাদের খাবার পরিবেশন করা হয় বরিষ্ঠতা অনুযায়ী। শুধু কি তাই, প্রত্যেকের জন্যে থাকে আলাদা আলাদা মেনু, আর থাকে হোমিওপ্যাথি ও হার্বাল নানা ওষুধ।

কখনও কখনও নিজে হাতেও আদরের কুকুরদের খাবার পরিবেশন করে থাকেন রাণী এলিজাবেথ। প্রথমবার তাকে ১৮তম জন্মদিনে একটি কুকুর ছানা উপহার দেন তার বাবা চতুর্থ জর্জ এবং রাণী এলিজাবেথ। সেই থেকে এখন পর্যন্ত তার পোষ্য হওয়ার সৌভাগ্য হয়েছে ৩০টিরও বেশি কুকুরের। আর এই কুকুরদের সবগুলোকে রাজভোগ দেয়া হয় রুপার থালায়।  

বর্তমানে অবশ্য চারটি কুকুর রাণী দ্বিতীয় এলিজাবেথকে ঘিরে রাখে। আর বটো দেখা যায়, তিনি বাকিংহাম প্রাসাদ বা উইন্ডসর ক্যাসেলে থাকলেও।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।