নিয়োগের দাবিতে বিসিএস শিক্ষার্থীদের বিক্ষোভ
৩৪ তম ব্যাচের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণরা দ্রুত নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ শুরু করেছে। শনিবার সকাল পৌনে ১১টা থেকে শুরু হয় তাদের এই বিক্ষোভ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জাগো নিউজকে বলেন, ‘শিক্ষার্থীরা দাবি করছেন, তারা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তবে তাদের নিয়োগ দেয়া হচ্ছে না। তাই তারা শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছেন। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’
বিক্ষোভকে কেন্দ্র করে শাহবাগ চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী সকাল সাড়ে ১১টা পর্যন্ত তাদের বিক্ষোভ চলছিল।
এআর/জেএইচ/এমএস