ব্রিটেনের ইইউ ত্যাগে ঝুঁকিতে পড়বে বিশ্ব অর্থনীতি


প্রকাশিত: ১০:৫৩ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্য বের হয়ে গেলে বিশ্ব অর্থনীতি ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে বৃহৎ অর্থনীতির দেশগুলোর অর্থমন্ত্রীরা। চীনে দুদিন ব্যাপি জি-২০ সম্মেলনের পর এক বিবৃতিতে অর্থমন্ত্রীরা এ সতর্কতা দিয়েছেন।

সম্মেলনে অংশ নেওয়া যুক্তরাজ্যের চ্যান্সেলর জর্জ অসবর্ন বিবিসিকে বলেন, বিষয়টি অত্যন্ত জটিল। ইউরোপীয় ইউনিয়নে থাকবে কি না তা নিয়ে চলতি বছরের ২৩ জুন ব্রিটেনের পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

শুক্রবার ব্রিটেন, চীন এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিশ্চিয়ান লাগার্দে সাংহাইয়ে জি-২০ সম্মেলনে বিশ্ব অর্থনীতি নিয়ে আলোচনা করেন।

এসময় তারা ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের ফলে বিশ্ব অর্থনীতি ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

এসআইএস/আরআইপি

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।