ধর্মের অপব্যবহারে ইসলামি দল, ভুল ব্যাখ্যায় প্রগতিশীল


প্রকাশিত: ০২:১৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশের ইসলামি দলগুলো ইসলামের অপব্যবহার করছে এবং প্রগতিশীলরাও ধর্মের ভুল ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত একটি সম্মেলন থেকে এমন পর্যবেক্ষণ উঠে এসেছে। নাইন-ইলেভেনের পর ধর্মকে সন্ত্রাসবাদের হাতিয়ার হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলেও বলা হয়েছে সম্মেলনে।

বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের আয়োজনে শনিবার দুদিনের এ সম্মেলন শুরু হয়েছে।

‘জাতীয়তাবাদ ও ধর্ম’ শীর্ষক সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে গ্রীন ইউনিভার্সিটির নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মনিরুজ্জামান বলেন, ‘বাংলাদেশের ইসলামি রাজনৈতিক দলগুলো ইসলামের অপব্যবহার করছে। হরতাল ডেকে নির্দোষ মানুষকে হত্যা, ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগ কোনভাবেই ইসলাম সম্মত হতে পারে না।’

সম্মেলনের একটি সেশনের সভাপতিত্ব করার সময় সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. নাসিম আখতার হোসাইন বলেন, ‘নাইন-ইলেভেনের পর ধর্মকে সন্ত্রাসবাদের হাতিয়ার হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এক্ষেত্রে বিশেষ একটি ধর্মকে উদ্দেশ্যমূলকভাবে এর জন্য চিহ্নিত করা হচ্ছে। এমনকি
প্রগতিশীলরাও ধর্মের ভুল ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘কার্ল মার্ক্সের উদ্ধৃতিতে বলা হচ্ছে, ধর্ম আফিমের মতো। মূলত কার্ল মার্ক্স বলেছেন, আজ অনেকেই ধর্মকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এই ধর্মই উগ্রপন্থিদের হাতে পড়ে সন্ত্রাসবাদের হাতিয়ার হয়ে উঠতে পারে। এ দৃষ্টিকোণ থেকেই কার্ল মার্ক্স ধর্মকে আফিমের মতো বলেছেন।’

শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারজানা ইসলাম।

প্রথম দিন চারটি বিষয়ে মোট ১৩টি প্রবন্ধ উপস্থাপিত হয়। রোববার শেষ দিনে ১২টি প্রবন্ধ উপস্থাপনের কথা রয়েছে।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সভাপতি অধ্যাপক মানস চৌধুরী।

দেশের ১৩টি বিশ্ববিদ্যালয় থেকে আগত অর্ধশতাধিক শিক্ষক-গবেষক ও শতাধিক শিক্ষার্থী সম্মেলনে অংশগ্রহনের জন্য নিবন্ধন করেছেন বলে আয়োজক কমিটি সূত্রে জানা গেছে।  

হাফিজুর রহমান/এনএফ/আরআইপি

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।