সারা দেশে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬২০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২০ পিএম, ২৫ জুলাই ২০২৫
ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৪৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৭১ জন।

শুক্রবার (২৫ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৪৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসময় অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৭১ জন। আলোচ্য সময়ে মোট গ্রেফতার করা হয়েছে এক হাজার ৬২০ জনকে।

অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে বিদেশি ওয়ান শুটারগান একটি, শটগানের কার্তুজ ২ রাউন্ড, পিস্তলের গুলি ২ রাউন্ড, চাকু একটি ও লোহার তৈরি দেশীয় পাইপগান একটি।

কেআর/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।