টাঙ্গাইলের উপ নির্বাচন ২০ মার্চ


প্রকাশিত: ০৯:৫০ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

টাঙ্গাইল-৪ আসনের উপ নির্বাচন ২০ মার্চ। আদালতের স্থগিতাদেশ উঠে যাওয়ায় নতুন এ তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন(ইসি)।

রোববার ইসির সহকারী সচিব রাজীব আহসান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এখন প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন।

হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় টাঙ্গাইল-৪ আসনের এই উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। কাদের সিদ্দিকী ও তার দলের আরও তিনজনসহ মোট দশজন প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেন। বাছাইয়ে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল হয়।

উচ্চ আদালতে গিয়েও মনোনয়নপত্রের বৈধতা না পাওয়ায় কৃষক শ্রমিক জনতা লীগের নেতা কাদের সিদ্দিকী তার ভাই আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকীর ছেড়ে দেওয়া এই আসনে প্রার্থী হতে পারছেন না।

ফলে ২০ মার্চ ভোটের লড়াইয়ে আছেন কেবল তিনজন প্রার্থী। আওয়ামী লীগের হাসান ইমাম খান সোহেল হাজারী নৌকা প্রতীক নিয়ে, বিএনএফ এর আতাউর রহমান খান টেলিভিশন প্রতীকে এবং ন্যাশনাল পিপলস পার্টির ইমরুল কায়েস আম প্রতীক নিয়ে এই উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, প্রথমবার ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ১০ নভেম্বর।

এইচএস/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।