গ্রামীণফোন-ফুডপান্ডার অনলাইন ফুড ফেস্টিভাল
অনলাইনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডা গ্রামীণফোনের সঙ্গে মিলে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টকে একই প্ল্যাটফর্মে আনতে আয়োজন করেছে অনলাইন ফুড ফেস্টিভাল।
`গ্রামীণফোন-ফুডপান্ডা অনলাইন ফুড ফেস্টিভাল` শীর্ষক এ আয়োজন ২৭-২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ঢাকা ও চট্টগ্রামে তিনদিন ব্যাপি এই আয়োজনে ৯০টিরও বেশি রেস্টুরেন্ট অংশ নিচ্ছে।
এবারের ফেস্টিভালে ভোজনরসিকদের জন্য রয়েছে নানা রকম অফার। ফুডপান্ডার নিজস্ব অ্যাপ ও ওয়েবসাইট (www.foodpanda.com.bd) ব্যবহার করে কেউ খাবারের অর্ডার করলে ‘একটি কিনলে আরেকটি ফ্রি’ অফার পাবেন। এছাড়া উপভোগ করতে পারবেন ৫০ শতাংশ ডিসকাউন্ট। 
ফেস্টিভালে রাইস অ্যান্ড নুডল বনানি, ওয়াও বার্গার, বিটার সুইট ক্যাফে, পিজা গাই, মনস্টার, এফ-ক্যাফে ফ্ল্যাভারস, পিজা লাভার, ইতালিয়ান পিজা হাট, শর্মা হাউজ গুলশান, জাপানিজ রেস্টুরেন্ট ইচিসহ দেশের বিখ্যাত রেস্টুরেন্টগুলো অংশ নিয়েছে।
এছাড়াও গ্রামীণফোন ব্যবহারকারীরা GPFPOFF10 ভাউচার কোড ব্যবহার করে অর্ডার করা খাবারের মূল্যের ওপর বাড়তি ১০ শতাংশ ছাড় পাবেন। এজন্যও ফুডপান্ডা প্ল্যাটফর্ম, ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ ব্যবহার করে খাবারের অর্ডার করতে হবে।
বিশ্বের পাঁচ মহাদেশের ৪০টিরও বেশি দেশে অনলাইনে অর্ডারের মাধ্যমে ফুডপান্ডা খবার সরবরাহ করে আসছে। ২০১৩ সাল থেকে ফুডপান্ডা বাংলাদেশের ঢাকা, সিলেট ও চট্টগ্রামে এ সেবা দিয়ে আসছে।
এসআইএস/এএ/এবিএস