মুক্তিযোদ্ধা কমান্ডারকে লাঞ্ছিত করায় কর্মকর্তা গ্রেফতার


প্রকাশিত: ১২:২৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

কুড়িগ্রাম সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাতেনকে লাঞ্ছিত করার ঘটনায় বিআরটিএ`র সহকারী মটরযান পরিদর্শক জয়নাল আবেদিনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জামিনে মুক্ত হয়েছেন জয়নাল আবেদিন। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
মামলার এজাহার সুত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাতেন গাড়ির রেজিষ্ট্রেশন সংক্রান্ত কাজে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) জেলা কার্যালয়ে যান। এসময় তিনি সহকারী মটরযান পরিদর্শক জয়নাল আবেদিন এর সামনের চেয়ারে অনুমোতি ছাড়াই বসলে ক্ষিপ্ত হন জয়নাল আবেদিন। এক পর্যায়ে তিনি (জয়নাল) শারীরিকভাবে লাঞ্ছিত করেন আব্দুল বাতেনকে। মুক্তিযোদ্ধা পরিচয় দিলে তিনি আরো ক্ষিপ্ত হন এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে অসম্মানজনক অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ দৃশ্য অবলোকন করেন দফতরে আগত প্রায় অর্ধশতাধিক মানুষ।

মামলার বাদী মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন বলেন, স্বাধীন বাংলাদেশের একজন সরকারি কর্মচারী সেবা গ্রহীতাদের সঙ্গে অসাদাচরণ এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করতে পারে তা আগে স্বপ্নেও ভাবতে পারিনি। আমি এ অন্যায়ের বিচার চাই।
 
জেলা বিআরটিএ এর পরিদর্শক কাফিনুর ইসলাম জানান, অনাকাঙ্খিত এ ঘটনার জন্য আমরা দুঃখিত। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

নাজমুল হোসেন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।