আগামীতে বাংলা ভাষার অনেক শব্দ বিলুপ্ত হবে


প্রকাশিত: ০২:৫৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

আগামী ১০০ বছরে বাংলা ভাষার আরো অনেক শব্দ বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক সনৎ কুমার সাহা।

রোববার বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে বাংলাদেশ সম্মিলিত সামাজিক আন্দোলন আয়োজিত এক সেমিনারে প্রধান আলোচক হিসেবে এ মন্তব্য করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার সাহা বলেন, ভাষা নিয়ে আমাদের আন্দোলন, সংগ্রাম এবং মর্যাদাকে একটি জায়গায় স্থির রেখে পেছনে ফিরে তাকালে আর সামনে এগুনো যাবে না। ভাষাকে কীভাবে সমৃদ্ধ করা যায় তার চর্চা করতে হবে।

তিনি বলেন, আজকে যারা তরুণ তারা মুঠোফোন, ফেসুবক বা অন্যান্য যোগাযোগ মাধ্যমে পাঠানো বার্তা পাঠিয়ে যোগাযোগ করে। সেখানে তারা ভাষার বিকৃতিই বলি আর সুবিধা বলি তারা করে থাকে।

সেমিনারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।

রাশেদ রিন্টু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।