লাদেনের অর্থে নির্বাচনে লড়েন নওয়াজ শরীফ


প্রকাশিত: ০৭:৪৪ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সাবেক প্রধান নিহত ওসামা বিন লাদেনের কাছ থেকে অর্থ নিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ওই অর্থ নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন পাকিস্তানের এই প্রধানমন্ত্রী। দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই’র সাবেক কর্মকর্তা খালিদ খাজার স্ত্রীর লেখা এক বইয়ে এ দাবি করা হয়েছে। খবর ডন।

`খালিদ খাজা : শহিদ-ই-আমান` নামের ওই বইয়ে বলা হয়েছে, বেনজির ভুট্টো নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল) প্রধান নওয়াজ শরীফ জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার প্রতিষ্ঠাতা ও প্রধান ওসামা বিন লাদেনের কাছ থেকে অর্থ সহায়তা নিয়েছিলেন।

বইয়ে আরো বলা হয়েছে, নওয়াজ শরীফ দেশটিতে ইসলামিক শাসন ব্যবস্থা চালু করতে লাদেনের কাছে অঙ্গীকার করেছিলেন। নির্বাচনে লড়ার জন্য আল-কায়েদা নওয়াজকে প্রচুর অর্থ সহায়তা দিলেও ক্ষমতায় আসার পর সব অঙ্গীকার থেকে সরে আসেন পাকিস্তানের এই প্রধানমন্ত্রী।

সাবেক আইএসআই পরিচালক লে. জেনারেল হামিদ গুলের একটি বক্তব্য ওই বইয়ে ছাপানো হয়েছে। এতে বলা হয়েছে, সাবেক আইএসআই কর্মকর্তা খালিদ খাজা কিছুদিনের জন্য প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ঘনিষ্ঠ ছিলেন। এই কর্মকর্তাকে বিন লাদেনের কাছে পরিচয় করিয়ে দেন তালেবানের সদস্য আব্দুল্লাহ আজ্জম।

ফিলিস্তিনি বংশোদ্ভূত সুন্নিপন্থি আজমকে বিশ্বব্যাপি সন্ত্রাসবাদের জনক বলা হয়। আরব বিশ্বে জঙ্গি নিয়োগ ও অর্থ তহবিল গঠনের দায়িত্ব পালন করতেন আজম। একই সঙ্গে লাদেনের পরামর্শদাতা হিসেবে কাজ করতেন তিনি।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।