একরাম হত্যা মামলার চার্জ গঠন পেছাল


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার চার্জ গঠনের তারিখ তৃতীয়বারের পিছিয়ে ১৫ মার্চ ধার্য করেছেন আদালত।

সোমবার বেলা ১১ টায় আদালতে মামলার সকল আসামি উপস্থিত না থাকায় চার্জ গঠনের তারিখ পিছিয়ে উপস্থিত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ফেনী জেলা দায়রা জজ আদালতের বিচারক দেওয়ান মোহাম্মদ সফিউল্লাহ। এসময় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালতে হাজির করা হয়।

ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) আরিফ ইকবাল  জানান, গ্রেফতারকৃত ৪২ আসামির মধ্যে ৩৬ জন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। বাকি আসামিদের হাজির করতে না পারায় বিচারক চার্জ গঠনের তারিখ পিছিয়ে দেন। আগামী ১৫ মার্চ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন আদালত।

তিনি আরও বলেন, এ মামলায় এর মধ্যে চার জন আসামি জামিনে মুক্ত আছেন । এছাড়া মামলার এজহারভুক্ত প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনার ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি থাকায় এবং আরেক আসামি রিপন কুমিল্লা কারাগারে অসুস্থ থাকায় আদালতে অনুপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি সড়কে প্রকাশ্যে একরামকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা এবং তাকে বহনকারী মাইক্রোবাসটি আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনায় নিহতের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন।

এ মামলায় আইন শৃংখলা বাহিনী তৎকালীন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আদেল, সাবেক ফেনী পৌর কমিশনার শিবলু, যুবলীগ নেতা মিস্টার, জিহাদ সহ ৪২ জনকে গ্রেফতার করে।

জহিরুল হক মিলু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।