২০১৮ সালের মধ্যে ভারতের সব গ্রামে বিদ্যুৎ


প্রকাশিত: ১২:১৪ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

আগামী দুই বছরের মধ্যে ভারতের সব গ্রামে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। সোমবার দেশটির পার্লামেন্টে কেন্দ্রীয় সরকারের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী অরুণ জেটলি এ তথ্য জানান।

অরুণ জেটলি বলেন, ২০১৮ সালের ১ মের মধ্যে ভারতের শতভাগ গ্রামে বিদ্যুৎ দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নরেন্দ্র মোদি সরকারের এ বাজেট ঘোষণার মাধ্যমে তৃণমূল মানুষের হাতাশা দূর হবে বলে বিজেপির নেতারা দাবি করছেন।

তারা বলছেন, অর্থমন্ত্রী অরুণ জেটলির তৃতীয় এ বাজেটে দেশটির কৃষিখাতের সঙ্গে জড়িত এক দশমিক তিন বিলিয়ন মানুষের জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।

মোদি সরকারের এ বাজেটে কৃষি খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, কৃষিতে জোয়ার এলে বাজারও শক্তিশালী হবে।

পাশাপাশি বিভিন্ন কর সংক্রান্ত আইনের মধ্যে যে বিবাদ রয়েছে তা মিটিয়ে কর ব্যবস্থাকে আরও সহজ করে তোলার চেষ্টা করা হয়েছে। অবকাঠামো উন্নয়ন ও সামাজিক ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে এবারের বাজেটে।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।