শহীদ তাজুল দিবস মঙ্গলবার
শহীদ তাজুলের ৩২তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার। ১৯৮৪ সালের এই দিনে এরশাদের সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে এবং শ্রমিক-কর্মচারীদের ৫ দফা দাবিতে ১৫ দল, ৭ দল ও ১১টি শ্রমিক ফেডারেশনের ঐক্যবদ্ধ গণআন্দোলনের মুখে তাজুল শহীদ হন। তাজুল ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আদমজী শাখার সম্পাদক এবং ‘আদমজী মজদুর ট্রেড ইউনিয়নের নেতা।
শহীদ তাজুল দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাজুল স্মরণে নির্মিত অস্থায়ী শহীদবেদীতে কেন্দ্রীয়ভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। এছাড়াও বিভিন্ন দল, সংগঠন ও ব্যক্তিবর্গ শহীদবেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ এক বিবৃতিতে শহীদ তাজুলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
একে/পিআর