ট্রাফিক সচেতনতা কার্যক্রম


প্রকাশিত: ০২:০৮ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

ট্রাফিক সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে পুলিশের ট্রাফিক বিভাগ। সোমবার সকাল ১১ টায় ট্রাফিক উত্তর অফিস নিকুঞ্জ-২ এ ট্রাফিক সচেতনতা কার্যক্রম আয়োজন করা হয়।

ডিসি ট্রাফিক উত্তর প্রবীর কুমার রায় পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যক্রমে জোনের এসিবৃন্দ এবং শহর বাস সার্ভিসের মালিক ও পরিচালকগণ অংশগ্রহণ করেন। প্রোগ্রামের শুরুতেই বিশৃঙ্খলভাবে বাস থামানো একটি সচিত্র প্রদর্শনী করা হয়।

প্রদর্শনী শেষে প্রবীর কুমার রায় বলেন, মামলা, রেকারিং ভালো সমাধান নয়। মালিক, ড্রাইভার, হেলপার ও লাইনম্যান সচেতন হলে মামলা রেকারিং এর প্রয়োজন হয় না।

তিনি কমিউনিটি ট্রাফিক পুলিশ ইউনিফর্ম ব্যবহার করে পর্যাপ্ত সংখ্যক লাইনম্যান নিয়োগ করার উপর গুরুত্বরোপ করেন।

Trafic

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, শুধু ড্রাইভার, হেলপারদের কথা শুনে মামলা, রেকারিং এর কারণে পুলিশকে দোষারোপ করবেন না আমাদের কথাও শুনতে হবে। মামলা, রেকারিং এ সার্জেন্ট অনিয়ম করলে আমাদের অবহিত করুন। আমরা ব্যবস্থা নেব।

তিনি রাস্তায় গোলযোগ না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন। জাবালে নূর এর পরিচালক মো. ওয়ালীউল্লাহ উত্তরা হাউজ বিল্ডিং এবং বিমানবন্দরে বাস-বে নির্মাণের অনুরোধ জানান।

অনুষ্ঠানে ট্রাফিক উত্তরের সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) মেরিন সুলতান, এসি বাড্ডা শাহেন শাহ, এসি তেজগাঁও শিল্পাঞ্চল মো. আবু ইউছুফ, এসি উত্তরা জিন্নাত আলী মোল্লা, এসি মহাখালী মো. মাহবুবুর রহমান এবং জাবালে নুর, আজমেরী, আকিক, গাজীপুর ও বসুমতি ইত্যাদি পরিবহনের মালিক ও পরিচালকরা উপস্থিত ছিলেন।
 
এআর/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।