সূচকের পতন গড়ালো পঞ্চম দিনে
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সব ধরনের সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে সঙ্গে লেনদেন পতন হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর। এনিয়ে পঞ্চম দিনে গড়ালো সূচকের পতন।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ২৭ পয়েন্ট কমে ৪ হাজার ৪৮৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৮৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৭১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৪০ কোটি টাকা। যা আগের দিনের দিনের চেয়ে ২২ কোটি টাকা কম। সোমবার ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৪৬২ কোটি টাকা।
মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩২৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এরমধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট কমে ৮ হাজার ৪১২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৭ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১৩ পয়েন্ট কমে ১২ হাজার ৫৫৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭৭ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৪২ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে ৯৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।
মঙ্গলবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। এরমধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৮ কোটি টাকা।
এসআই/এসকেডি/এবিএস