যৌন হয়রানির দায়ে বখাটের কারাদণ্ড
সিরাজগঞ্জে মাদরাসা শিক্ষার্থীকে যৌন হয়রানির দায়ে বখাটে শামিম রেজাকে (২২) ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ব্রেনজন চাম্বুগং এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত শামিম রেজা সদর উপজেলার শালুভিটা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিস আহম্মেদ জানান, দুপুরে বখাটে যুবক শামিম রেজা শালুয়াভিটা আলিয়া মাদাসার নবম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করে।
পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তাকে হাতেনাতে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে সাজা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদল ভৌমিক/এআরএ/আরআইপি