চট্টগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যা
চট্টগ্রামের রাঙ্গুনিয়া জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোহাম্মদ ওয়াকিল আহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সরফভাটা ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফী। তিনি জানান, নিজের জমিতে কাজ করার সময় এই ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা ওয়াকিলের ছেলে ইসমাইলের (৪০) এক হাত এক পা কেটে ফেলে। তাকে গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে নিজের জমিতে কাজ করতে যান ওয়াকিল আহমেদ এবং ওয়াকিলের ছেলে ইসমাইল। তারা নিজেদের বাগান পরিষ্কার করার সময় দুপুরের দিকে ২০/২৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াকিলের এক চাচাতো ভাই জানান, এক বছর আগে ইদ্রিস নামে এক ব্যক্তি খুন হন। এ ঘটনায় ওয়াকিল আহম্মেদের দুই ভাইসহ ৮ জনকে আসামি করা হলেও পরে পুলিশ দুইভাইকে রেখে বাকিদের চার্জশির্ট থেকে বাদ
দেয়। এবং ওয়াকিলের দুইভাই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। এক বছর আগের ইদ্রিস হত্যাকাণ্ডের জের ধরে ওয়াকিলকে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
জীবন মুছা/এসকেডি/এবিএস