ছাত্রদলের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় সংসদের নিন্দা
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, সোমবার শাহবাগে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের অতর্কিত হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি নজরুল ইসলাম নাহিদ, যুগ্ম সম্পাদক তানজিল হাসান এবং কবি জসিম উদ্দিন হল শাখার ছাত্রদলের আহ্বায়ক নিজাম উদ্দিন রিপনসহ ছাত্রদলের প্রায় ৫০জন নেতাকর্মী আহত হয়। এর মধ্যে নজরুল ইসলাম নাহিদ, তানজিল হাসান এবং নিজাম উদ্দিন রিপনের অবস্থা গুরুতর। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
নেতারা বলেন, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডে ছাত্রদলকে এভাবে বাঁধা দেয়ায় ছাত্রলীগ যে নিরন্তর অনড়তা, একঘেয়েমী ও বৈরিতা দেখিয়ে আসছে তা সমাধানহীন সংকটের জন্য তাদের দায়ী হতে হবে। ছাত্রদলের ওপর ভীতি সৃষ্টির জন্য নেতা-কর্মীদের হত্যার উদ্দেশ্যে নির্যাতন চালানো হচ্ছে। এত কিছুর পরও ছাত্রদলকে তাদের কর্মকাণ্ড থেকে একবিন্দু পরিমান দূরে রাখা যায়নি, যাবেও না।
নেতরা আরো বলেন, সাম্প্রতিক কয়েকটি হামলা রক্ত পিপাসু ছাত্রলীগের আক্রমণে আহতদের যে দগদগে চিহ্ন অংকিত হলো সেটি এই বিশ্ববিদ্যালয়ে কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এভাবে চলতে থাকলে কাণ্ডজ্ঞানহীন ছাত্রলীগকে রাজপথে মোকাবেলা করতে বাধ্য হবে ছাত্রদল। দেশব্যাপী তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাতকে মোকাবেলায় ব্যর্থ হয়ে তা ছাত্রদলের উপর চাপাতে চায়।
নেতৃদ্বয় অবিলম্বে ছাত্রদলের মিছিলে হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিচার দাবি করেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যদি ছাত্রলীগ গুণ্ডাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।’
এমএম/একে/এমএস