সোনারগাঁয়ে মাইক্রোবাস চাপায় নারীর মৃত্যু


প্রকাশিত: ১১:৫৪ এএম, ০১ মার্চ ২০১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কে মাইক্রোবাসের চাপায় মেহেরুন্নেছা (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠালেও মাইক্রোবাসটি আটক করতে পারেনি।

নিহত মেহেরুন্নেছা উপজেলার সাদিপুর ইউনিয়নের বেইলর গ্রামের সালাউদ্দিনের স্ত্রী।

কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, উপজেলার জামপুর  ইউনিয়নের বস্তল এলাকায় মারফতি (ফকিরী) গান শেষে মেহেরুন্নেছা বেইলর গ্রামে তার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তিনি নয়াপুর এলাকায় পৌঁছলে দ্রুত গতিতে আসা মদনপুরগামী একটি মাইক্রোবাস তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাঁদে ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই মেহেরুন্নেছার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 
শাহাদাত হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।