লালমনিরহাটে ৫০ ট্রেনযাত্রীর জরিমানা


প্রকাশিত: ০১:২৯ পিএম, ০১ মার্চ ২০১৬
ফাইল ছবি

লালমনিরহাটে বিনা টিকেটে ট্রেন ভ্রমণ করার অপরাধে ৫০ যাত্রীর কাছ থেকে জরিমানা আদায় করেছে রেলওয়ে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে লালমনিরহাট স্টেশনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

পুলিশ জানায়, বুড়িমারী থেকে পার্বতীপুরগামী কমিউটার ট্রেনে বিনা টিকেটে ভ্রমণের অভিযোগে ৫০ জনকে আটক করা হয়। আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক পশ্চিমাঞ্চল রাজশাহী বিভাগীয় চিফ স্টেট অফিসার ড. আব্দুল মান্নান প্রত্যেক যাত্রীর জরিমানা করেন। এসময় টিকেট এর মূল্যসহ মোট জরিমানার প্রায় ৬ হাজার ৬৭০ টাকা আদায় করা হয়।

প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে লালমনিরহাট ও পার্বতীপুর রূটে রেলওয়ে পোষ্য এবং রেল স্টাফ বলে পরিচয় দিয়ে যাত্রীরা বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ করে আসছে বলে অনেকেই বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

রবিউল হাসান/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।