এমন পরাজয় হতাশাজনক : ম্যাথিউজ


প্রকাশিত: ০৬:২৪ পিএম, ০১ মার্চ ২০১৬

ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে হেরে গেছে শ্রীলঙ্কা। ফলে এশিয়া কাপের ফাইনালে ওঠা অনেক কঠিন হয়ে গেল লঙ্কানদের। দলের এমন হারের পর দারুণ হতাশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ। বিশ্বকাপের আগে এ হারে নিজেদের আত্মবিশ্বাসে চির ধরবে মনে করেন এ লঙ্কান।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে ম্যাথিউজ বলেন, ‘এ হার সত্যিই হতাশাজনক। আপনি যদি ধারাবাহিকভাবে হারতে থাকেন তাহলে আপনার আত্মবিশ্বাস অনেক নিচে নেমে যাবে। বিশেষ করে বিশ্বকাপের আগে। আমাদের কোনো কিছুই ঠিক হচ্ছে না, ব্যাটিংয়ে অবশ্যই সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।’

এদিন জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী ছিলেন জানতে চাইলে বলেন, ‘আমরা লড়াকু স্কোরই গড়েছিলাম। কিন্তু ভারতের ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে। শেষদিকে মনে হয়েছে আমরা ১৫-২০ রান কম করেছি। তবে আজকের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট।’

সাঙ্গাকারা-জয়াবর্ধনের অবসরের পর দলটি ব্যাটিংয়ে তেমন কিছু করতে পারছে না শ্রীলঙ্কা। দলের আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান দিলশানও রান খরায় ভুগছেন। তাদের অভাবেই দলের এমন অবস্থা কিনা জানতে চাইলে বলেন, ‘এ প্রশ্নের উত্তর আমি আগেও দিয়েছি। একজন খেলোয়াড় সারা জীবন খেলবেন না। আর সব সময়ই সিনিয়ররা ভালো খেলবে না। তরুণদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে।’

আরটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।