বিশ্বকাপের আগেই সেরা ফর্মে ফিরবেন যুবরাজ


প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ০১ মার্চ ২০১৬

এশিয়া কাপে ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছেন যুবরাজ সিং। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ বলে ৩৫ রান করেছেন তিনি। ৩টি করে মেরেছেন চার ও ছক্কা। তার ব্যাটিং দেখে মুগ্ধ দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই যুবরাজ সিং নিজের সেরা ফর্মে ফিরবেন আশা করছেন তিনি।

এদিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে যুবরাজ সম্পর্কে ধোনি বলেন, ‘যুবরাজের যত বেশি সময় মিলবে ততই ভালো হবে। আপনি যখন অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তখন নিজের উপর একটা চাপ অনুভব করবেন। দর্শকদের কাছ থেকে একটা চাপ অনুভব করবেন। প্রথম কিছু ম্যাচতো এটা ভেবেই চলে যায় যে কী করবো? ধীরে খেলবো নাকি বড় শট খেলবো। সবচেয়ে বড় কথা একটু খারাপ খেললে নিজের উপর একটা বড় চাপ চলে আসে। ও দুই চার বল দেখার পর বড় শট খেলে। আজকে আপনি দেখেছেন যে ও কিভাবে মেরেছে। এভাবে খেলতে খেলতে বিশ্বকাপের আগে দেখবেন ও সেরা ফর্মে চলে এসেছে।’

টি-টোয়েন্টি ক্রিকেটে কতটা ঝড় তুলতে জানেন যুবরাজ তা ভালো করেই জানেন ধোনি। প্রথম বিশ্বকাপেই ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডকে ছয়টি ছয় মেরেছিলেন যুবরাজ। তাই এ তারকা ফর্মে ফিরলে ঘরের মাঠে বিশ্বকাপে সেরা পারফরম করবেন বলেই আশা করছেন তিনি।

আরটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।