বিকেলে সিইসির সঙ্গে দেখা করবে বিএনপি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর সঙ্গে দেখা করবেন বিএনপির শীর্ষ নেতারা। বুধবার বিকেল ৩টায় নির্বাচন কমিশন অফিসে গিয়ে দেখা করবেন তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আবদুল মঈন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল সিইসি কাজী রকিব উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের নানা বিষয়ে সিইসির সঙ্গে কথা বলবেন বিএনপির প্রতিনিধিরা।
এমএম/আরএস/পিআর