খালেদার পক্ষে মনোনয়ন নিলেন রিজভী


প্রকাশিত: ০৫:৩৯ এএম, ০২ মার্চ ২০১৬

বিএনপি চেয়ারপারসন পদে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র নিয়েছেন দলটির যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বুধবার বেলা সোয়া ১১টায় দলটির নয়াপল্টন কার্যালয়ে নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারপারসন নির্বাচন ১৯ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সহকারী রির্টানিং অফিসার হিসেবে রয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা এম এ মান্নান।

আগামী ৪ মার্চ (শুক্রবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন পরিচালনা কমিশনের অস্থায়ী অফিসে এ মনোনয়নপত্র জমা দেয়া যাবে। এছাড়া ৫ মার্চ (শনিবার) বেলা ১১টায় কমিশনের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করা হবে।

৬ মার্চ (রোববার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে এবং আাগামী ১৯ মার্চ (শনিবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নিবাচন অনুষ্ঠিত হবে।

এমএম/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।