শরণার্থী সংকট মোকাবেলায় ইইউর জরুরি সহায়তার পরিকল্পনা
শরণার্থীদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কয়েক শ মিলিয়ন ইউরো ব্যয়ের পরিকল্পনা নিয়েছে। ইউরোপের দেশগুলো যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অন্যান্য দেশের শরণার্থীদের স্রোত ঠেকাতে যখন হিমশিম খাচ্ছে ঠিক তার আগে এ পরিকল্পনার কথা জানালো ইইউ।
ইইউর আর্থিক সহায়তা বিশ্বের অন্যান্য দেশে যেভাবে ব্যবহার করা হতো ঠিক একই উপায়ে ইইউর দেশগুলোতে এবার এ সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে সংস্থাটি সতর্ক করে দিয়ে বলছে, গ্রিসে শরণার্থীদের প্রবেশ ঠেকানোর ফলে মানবিক বিপর্যয় তৈরি হতে পারে। এদিকে, হাজার হাজার আশ্রয়প্রার্থী মেসিডোনিয়া সীমান্তে আটকা পড়েছে।
ইইউ রাষ্ট্রগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার এ পরিকল্পনা বুধবার সংস্থাটির নির্বাহী পরিষদে পেশ করা হবে। এর ফলে এই প্রথম ইউরোপের ভেতরে জাতিসংঘ ও অন্যান্য গোষ্ঠীর সঙ্গে সরাসরি মানবিক সহায়তায় অংশ নিচ্ছে।
ইইউ`র কর্মকর্তারা বলছেন, শরণার্থী সংকট মোকাবেলায় চলতি বছরে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ৩০০ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়া হবে। এছাড়া আগামী তিন বছরে আরো ৭০০ মিলিয়ন ইউরো সহায়তা পাবে ইইউর দেশগুলো।
এক লাখ আশ্রয়প্রার্থীর জন্য গ্রিস ইতোমধ্যে ইইউর কাছে পাঁচশ মিলিয়ন ইউরো সহায়তা চেয়েছে। এছাড়া সীমান্তের কাছে আরো ২৪ হাজার শরণার্থীর আবাস তৈরি করা প্রয়োজন বলে জানিয়েছে গ্রিস। এদিকে মেসিডোনিয়া সীমান্তে আটকে পড়া শরণার্থীদের সহায়তা না দিলে ভয়াবহ মানবিক বিপর্যয় হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইইউ। যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যসহ আফ্রিকা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে গত বছরে ইউরোপে অন্তত ১০ লাখ শরণার্থী প্রবেশ করেছে। ফলে পরিস্থিতি সামাল দিথে হিমশিম খাচ্ছে ইইউর দেশগুলো।
সূত্র : বিবিসি, আলজাজিরা।
এসআইএস/পিআর