পদ্মাকে গ্রাস করছে জেগে উঠা চর!


প্রকাশিত: ০৭:৪৯ এএম, ০২ মার্চ ২০১৬

এককালের প্রমত্তা পদ্মা নদী  তার স্বকীয়তা হারিয়েছে। আগে পদ্মার একুল থেকে ওকুল তাকালেই চোখে পড়তো বিশাল জলরাশি আর ঢেউয়ের পর ঢেউ। যা দেখে ছোট বড় সব বয়সী মানুষের আত্মা কেঁপে উঠতো। ফেরি কিম্বা লঞ্চ যোগে পারাপারের সময় মুরুব্বীরা হাসি তামাশা বদলে আল্লাহ রাসুলের নাম বা দোয়াদরুদ পড়তে পরামর্শ দিতেন। কালের পরিক্রমায় সেই পদ্মা এখন ছোট  নদীতে পরিণত হয়েছে। কেউ কেউ ঠাট্টা তামাশায় পদ্মাকে খালবিলের সঙ্গে তুলনা করার দুঃসাহসও করছেন!

মঙ্গলবার মাওয়া থেকে শিবচর মাদারিপুর সবচেয়ে ছোট ফেরি ডিএফ লেংটিং ডি ৮০৬১ যোগে পদ্মা নদী পাড়ি দেয়ার সময় একদল সাংবাদিকের চোখে পদ্মার স্বাকীয়তা হারানোর বিষয়টি নজরে পড়ে।

padma
দেখা যায়, পদ্মার বুক চিরে জেগে উঠেছে বিশাল বিশাল চর। সেখানে চকচকে নতুন টিন দিয়ে নির্মিত হয়েছে ঘরবাড়ি। ফসলাদির চাষ হচ্ছে। গরু, ছাগলসহ বিভিন্ন গবাদি পশুও চরে ঘুরে বেড়াচ্ছে। নদী পারাপারে চলছে দ্রুতগামি স্পিডবোট, লঞ্চ ও ফেরি চলাচল করছে। তবে যখনই তিনটি জলযান পাশাপাশি কিম্বা আগে পিছে চলাচল করছে তখন পদ্মাকে খালের মতো সরু দেখাচ্ছে। নদীতে গভীরতাও অনেক কম তাই কোথাও কোথাও ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন করে গভীরতা বৃদ্ধির কাজ চলছে।    

ডিএফ লেংটিং ডি ৮০৬১ ফেরির ওয়াটার মাষ্টার মো. শাহিন জানান, কয়েকবছর আগেও চরে তেমন জনবসতি ছিলনা। কিন্তু এখন চরাঞ্চলে বহু ঘরবসতি গড়ে উঠেছে। তবে বর্ষাকালে চরের বিভিন্ন স্থান পানিতে তলিয়ে গেলেও পদ্মা যে আর আগের মতো নেই তা তিনি স্পষ্ট জানিয়ে দিলেন।

এমইউ/এএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।