কক্সবাজারে বেস্ট বাই এর নতুন আউটলেট চালু
দেশের বৃহত্তম প্লাস্টিক পণ্য সামগ্রী প্রস্তুকারী প্রতিষ্ঠান আরএফএল এবার কক্সবাজারে ‘বেস্ট বাই’ এর আউটলেট চালু করেছে। হাউজহোল্ড প্লাস্টিক, ইটালিয়ানো মেলামাইন, ফার্নিচার ও ইলেকট্রনিক্সসহ প্রায় ৩ হাজার পণ্য সামগ্রী বিক্রয়ের জন্য এ আউটলেটটি চালু করা হয়েছে।
আরএফএল এর পরিচালক আর এন পল সম্প্রতি সদর উপজেলার বাজারঘাটা এলাকায় এ আউটলেটটি উদ্বোধন করেন। এলাকাবাসীর চাহিদার প্রেক্ষিতে এটি উদ্বোধন করা হয়েছে বলে জানান তিনি।
এসময় বেস্ট বাই এর চিফ অপারেটিং অফিসার গিয়াস উদ্দিন বিশ্বাস, সেলস্ অ্যান্ড ডেভেলপমেন্ট হেড আলি এ মবিন, ব্র্যান্ড ম্যানেজার মেহেদী হাসানসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আর এন পল জানান, পর্যায়ক্রমে দেশের সকল স্থানে ‘বেস্ট বাই’ এর আউটলেট চালু করা হবে। ‘বেস্ট বাই’ কে সর্ববৃহৎ রিটেইল চেইন শপ করার লক্ষ্যে আরএফএল কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ‘বেস্ট বাই’ এর ১১৪টি আউটলেট চালু রয়েছে। ২০১১ সালে সাভারে আউটলেট উদ্বোধন এর মাধ্যমে রিটেইল চেইন শপ এর জগতে পা রাখে আরএফএল ‘বেস্ট বাই’।
এসকেডি/এমএস