যশোরে বিএনপির প্রার্থীকে অবরুদ্ধ করে রাখলো আ.লীগ


প্রকাশিত: ০২:০৬ পিএম, ০২ মার্চ ২০১৬

যশোরের চুড়ামনকাটি ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুস সাত্তার পুনরায় প্রার্থী হওয়ায় তাকে নৌকা প্রার্থীর লোকজন প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ উঠেছে।

বুধবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদেই তাকে তালাবদ্ধ করে রাখা হয় বলে ভুক্তভোগী আবদুস সাত্তার প্রেসক্লাব যশোরে এসে অভিযোগ করেছেন। তবে ওই ইউনিয়নের নৌকার প্রার্থী অভিযুক্ত আবদুল মান্নান মুন্না দাবি করেছেন, বিএনপির প্রার্থী এটা নাটক সাজিয়েছেন।
 
বিএনপির জেলা সম্পাদক সাবেরুল হক সাবু বলেন, বুধবার দুপুরে চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান ও দলীয় প্রার্থী আবদুস সাত্তারকে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।

তিনি আরও অভিযোগ করেন চুড়ামনকাটির ঘটনা ছাড়াও হৈবতপুর, কাশিমপুর, রামনগর, লেবুতলা ও ইছালী ইউনিয়নের দলীয় প্রার্থীদের মনোনয়নে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি ও হুমকি দেয়া হয়।

কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শামীম সন্ত্রাসীদের হুমকির মুখে নিজে মনোনয়ন জমা দিতে যেতে পারেননি। তার ছেলে জমা দিয়ে ফেরার পর সন্ত্রাসীরা তাকে মারধর করে। এছাড়া ১৫টি ইউনিয়নের সংরক্ষিতসহ অন্তত ২০ জন সদস্য হুমকির মুখে মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলে দাবি করেন সাবু।

তিনি বলেন, গত নির্বাচনে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে তাদের দলের ১৩ জন চেয়ারম্যান নির্বাচিত হন। নিরপেক্ষ নির্বাচন হলে এবার ১৫টি ইউপিতেই তারা জিতবেন। আর এটা যেহেতু তৃণমূলের নির্বাচন, তাই তাকে সার্বজনীন ও সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এদিকে, বিএনপি সম্পাদকের অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইছালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন বলেন, বিএনপি তাদের প্রার্থীর নিশ্চিত পরাজয় জেনে মিথ্যাচার শুরু করেছে। তাদের কোনো প্রার্থীকে আওয়ামী লীগের পক্ষ থেকে হুমকি দেয়া হয়নি।

বিএনপির এসব অভিযোগ প্রসঙ্গে এ বিষয়ে জানতে যশোর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদা আফরোজ বলেন, ১৫টি ইউনিয়নের কোনো প্রার্থীর পক্ষ থেকে তার কাছে কেউ কোনো অভিযোগ করেননি বলে জানান।

আর যশোর কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, চুড়ামনকাটির চেয়ারম্যানকে পুলিশ ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে উদ্ধার করেছে। তবে বিএনপির পক্ষ থেকে ‘অবরুদ্ধ’ বলা হলেও আওয়ামী লীগের লোকজন বলছেন স্রেফ নাটক। আমরা বিষয়টি তদন্ত করছি।

মিলন রহমান/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।