তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি বদলি


প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ০৩ মার্চ ২০১৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসিকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানা গেছে।

মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তর বিভাগের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. আবদুর রশিদকে নতুন ওসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার কমিশনারের আদেশে উল্লেখ করা হয়, ‘ঢাকার বিভিন্ন বিভাগে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের জনস্বার্থে ডিএমপি’র বিভিন্ন থানায় এই বদলি করা হয়।

এআর/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।