উত্তরায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ২৬ মার্চ ২০২৩

রাজধানীর উত্তরা আজমপুর রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে আহমেদ সানি হানিফ (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার (২৬ মার্চ) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা বলেন, ভোরে ফজরের নামাজ পড়তে রেললাইন দিয়ে হেঁটে মসজিদে যাচ্ছিলেন কলেজছাত্র সানি। এসময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এএসআই আরও বলেন, আমরা খবর পেয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত সানির বাবা আবুল বাশার বলেন, আমার ছেলে উত্তরার নবাব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। সকালে মসজিদে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে সে।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের পাগলা থানার বিরই গ্রামে। ঢাকায় পূর্ব মোল্লার টেক হাওয়াই রোডের একটি বাসায় ভাড়া থাকি আমরা। সানি আমার একমাত্র সন্তান ছিল।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।