সিদ্দিকবাজার ও তেজগাঁওয়ে ছুরি মেরে ছিনতাই


প্রকাশিত: ০৩:৪৬ এএম, ০৫ মার্চ ২০১৬
প্রতীকী ছবি

পৃথক দুটি ঘটনায় রাজধানীর সিদ্দিকবাজার ও তেজগাঁও এলাকায় দু’জনকে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।শনিবার ভোর সোয়া ৬টায় এঘটনা ঘটে।

আহতরা হলেন, আব্দুর রশিদ (৩২) ও ওমর শরীফ (৪০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ সেন্টু চন্দ্র দাস জাগো নিউজকে জানান, সদরঘাট থেকে রিকশায় শান্তিনগর যাওয়ার পথে সিদ্দিকবাজারে ছিনতাইকারীরা ওমর শরীফকে ছুরিকাঘাত করে। এসময় তার কাছে থাকা ছয় হাজার টাকা ও একটি মোবাইল হ্যান্ডসেট নিয়ে পালিয়ে যায়। ওমরের ডান পা ও হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

অপর ঘটনা সম্পর্কে সেন্টু দাস জানান, তেজগাঁও বিজি প্রেসের সামনে একটি প্রাইভেটকারে ছিনইকারীরা ছুরিকাঘাত করে রশিদের ষোল হাজার টাকা ছিনিয়ে নেয়।
 
তবে এ দুই ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি বলে জানায় বংশাল এবং তেজগাঁও পুলিশ।
 
এআর/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।