কৃষি ও জীবন


প্রকাশিত: ০৮:১৬ এএম, ০৫ মার্চ ২০১৬

মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার গাজর চাষ এবং র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের আরবান এগ্রিকালচার বা নগর কৃষির একটি সাফল্যগাথা নিয়ে বৈশাখী টেলিভিশনের প্রচার হবে প্রামাণ্য প্রতিবেদন।

‘কৃষি ও জীবন’ শিরোনামে এই অনুষ্ঠানটি আজ শনিবার, ৫ মার্চ বিকেল ৫টা ২০ মিনিটে প্রচারিত হবে।  অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মালেক মিলমালত।

বাংলাদেশে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলাকে গাজর চাষের রাজধানী বলা হয়। এখানকার প্রতিটি গ্রাম এখন গাজর গ্রাম হিসেবে পরিচিত। এক যুগেরও বেশি সময় ধরে এ অঞ্চলে গাজর চাষ হচ্ছে। বিগত বছরগুলোতে গাজর চাষ করে সিঙ্গাইর উপজেলার অধিকাংশ চাষী আর্থিকভাবে বেশ লাভবান হয়েছেন।

কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। পাইকারদের কাছ থেকে ভালো দাম না পাওয়ায় এঅঞ্চলের গাজর চাষীরা খুব হতাশ, লাভের আশায় গুড়ে বালি। সে নিয়ে রয়েছে প্রতিবেদন।

পাশাপাশি এক সময়ের দুর্গন্ধময় পঁচা ডোবা ও পরিত্যাক্ত জমিটি কি করে আজ সোনার ফসলে ভরে উঠেছে? অল্প কিছুদিন পূর্বেও যেস্থানটি ছিল মশা-মাছি ও পরিবেশ দূষনের একটি কারখানা কিভাবে তা আজ ফল ফসলে ও প্রাণিজ সম্পদে পরিপূর্ণ একটি খামারবাড়ি! তাও আবার ইট-পাথরের রুক্ষ নগরী খোদ রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে? একজন সৌখিন, আধুনিক ও কৃষিমনস্ক র্যাব ফোর্সেস উইং কমান্ডার, অ্যাডমিন ও ফাইন্যান্স ডিরেক্টর জনাব মোহাম্মদ মোফাজ্জল হোসেনের সাফল্যও উঠে আসবে এই প্রামাণ্যচিত্রে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।