সিদ্ধিরগঞ্জে পুলিশের উপর মাদক ব্যবসায়ীদের হামলা : মামলা দায়ের


প্রকাশিত: ১১:০৮ এএম, ০৫ মার্চ ২০১৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের উপর মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে আহত উপ-পরিদর্শক (এসআই) সাখায়াত হোসেন বাদী হয়ে মাদক ব্যবসায়ী মোক্তার হোসেন ওরফে ডাকাত মোক্তারকে প্রধান আসামি করে এ মামলাটি দায়ের করেন।

এছাড়াও মামলায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন, ডাকাত মাসুম, মাদক ব্যবসায়ী রুস্তম আলী ও ফেন্সি কালামের নাম উল্লেখ করে আরও ১০/১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাখায়াত হোসেন জাগো নিউজকে জানান, শুক্রবার সকাল ৭টার দিকে টিসি রোড এলাকার জনৈক আব্দুল লতিফ মিয়াকে কুপিয়ে আহত করেন তার ছোট ভাই মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন ও তার সহযোগী মোক্তার হোসেন ওরফে ডাকাত মোক্তার। এ ঘটনায় আহত আব্দুল লতিফ বাদী হয়ে দেলোয়ার হোসেন ও তার সহযোগী ডাকাত মোক্তারকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

শুক্রবার দুপুর ১২টার দিকে এসআই সাখায়াত হোসেনের নেতেৃত্বে পুলিশের একটি দল মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে। তখন মোক্তার হোসেন ওরফে ডাকাত মোক্তারসহ অন্যান্য সহযোগিরা পুলিশের শর্টগান ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে দু`পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় পুলিশকে লক্ষ্য করে মরিচের গুড়ো ও ইটপাটকেল ছোড়েন মাদক ব্যবসায়ীদের লোকজন। তখন পুলিশ এক রাউন্ড গুলি ছুড়লে সেটা দেলোয়ারের শরীরে বিদ্ধ হয়। পালিয়ে যান মোক্তার হোসেনসহ সহযোগীরা। ওই ঘটনায় এসআই সাখায়াত হোসেন, কনস্টেবল ইকবাল, শাহজাহান ও মজিবুর আহত হন। এ চার পুলিশ এবং গুলিবিদ্ধ দেলোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. সরাফত উল্লাহ জাগো নিউজকে জানান, পুলিশের উপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

হোসেন চিশতী সিপলু/এমজেড/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।