ধর্ষণ চেষ্টা মামলায় আ.লীগ নেতাকে গণধোলাই
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর রহিমপুর গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি রাতে দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নের উত্তর রহিমপুর গ্রামের এক স্কুলছাত্রীকে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুতফর রহমান বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই স্কুল ছাত্রীর আত্মচিৎকারে লোকজন এগিয়ে এলে লুতফর রহমান পালিয়ে যান। এ ঘটনায় ১৪ ফেব্রুয়ারি ওই স্কুলছাত্রীর বাবা দেওয়ানগঞ্জ থানায় লুতফর রহমানকে আসামি করে একটি মামলা দায়ের করলে তিনি গা ঢাকা দেন।
শুক্রবার রাতে ডিগ্রিরচর বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে গ্রামবাসী লুতফর রহমানকে আটক করে। পরে সাবেক ইউপি চেয়ারম্যান ইনছার আলীর বাড়িতে নিয়ে আসা হলে উত্তেজিত লুতফর রহমানকে জনতা গণধোলাই দেয়। রাত ৯টার দিকে দেওয়ানগঞ্জ থানা পুলিশকে খবর দেয়া হলে রাতেই তাকে সোপর্দ করা হয়। এসময় লুতফরের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে গ্রামবাসী।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লুতফরের বিরুদ্ধে মামলা দায়েরের পর তিনি পলাতক ছিলেন। পরে জনতার হাতে ধরা পড়লে তাকে উদ্ধার করা হয়। দুপরে লুতফরকে জামালপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।
শুভ্র মেহেদী/এআরএ/এবিএস