মোগলির মা ফ্রিদা পিন্টো


প্রকাশিত: ১১:২১ এএম, ০৫ মার্চ ২০১৬

ভারতীয় বংশোদ্ভুত হলিউড তারকা ফ্রিদা পিন্টোকে হঠাৎ করেই তারকা খ্যাতি এনে দিয়েছিলো ড্যানি বয়েলের ‘স্লামডগ মিলিওনিয়ার’ ছবিটি। এবার ফ্রিদা পিন্টোকে দেখা যাবে মায়ের চরিত্রে। ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে নির্মিতব্য ‘জাঙ্গল বুক: অরিজিনস’ ছবিতে অন্তর্ভুক্ত হলেন ফ্রিদা।

তবে সেটি নায়িকা হিসেবে নয়। এ ছবিতে ফ্রিদাকে দেখা যাবে জঙ্গল বুকের কেন্দ্রীয় চরিত্র মোগলির মায়ের ভূমিকায়।

প্রখ্যাত ব্রিটিশ সাহিত্যিক রুডইয়ার্ড কিপলিংয়ের গল্প অবলম্বনে নির্মিত এই ছবিটি পরিচালনা করবেন অ্যান্ডি সারেকিস। আর এই ছবি দিয়েই পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে অ্যান্ডির। ছবিটিতে ফ্রিদার সাথে আরো কাজ করবেন ক্রিশ্চিয়ান বেল, বেনেডিক্ট কাম্বারব্যাচ, নাওমি হ্যারিসের এর মতো হলিউড তারকারা।

‘জাঙ্গল বুক : অরিজিনস’ ছবিটি আগামী ১৬ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, এর আগে ফ্রিদা উডি অ্যালেনের ‘ইউ উইল মিট আ টল ডার্ক স্ট্রেঞ্জার’, জেমস ফ্রাঙ্কোর সঙ্গে ‘রাইজ অব দ্য প্ল্যানেট অব দি অ্যাপস’সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ছবিতে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান।

আরএএইচ/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।