রাঙ্গামাটি জেলা মহিলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
রাঙ্গামাটি জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি শাফিয়া খাতুন।
পরে ইন্সটিটিউট অডিটোরিয়ামে জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি রাঙ্গামাটির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসিনা হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক জেবুন্নেছা রহিম।
সুশীল প্রসাদ চাকমা/এআরএ/আরআইপি