৪ শিশু হত্যা : রিমান্ড শেষে কারাগারে সালেহ
হবিগঞ্জের বাহুবলে পঞ্চায়েতের নেতৃত্ব নিয়ে বিরোধের জের ধরে চার শিশু হত্যার ঘটনায় গ্রেফতারকৃত সালেহ আহমেদকে দু`দিনের রিমান্ড শেষে করাগারে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ৩ মার্চ অপর একটি আদালত সালেহ আহমেদের দুই দিন রিমান্ড মঞ্জুর করেন। এ ঘটনায় চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া গ্রেফতার করা হয়েছে মোট ৭ জনকে।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু নিখোঁজ হয়। ১৭ ফেব্রুয়ারি গ্রামের অদূরে একটি খালি জায়গা থেকে মাটিচাপা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সাত জনকে গ্রেফতার করা হয়েছে।
ইতোমধ্যে ঘটনার মূলহোতা আব্দুল আলী বাগালের দুই ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া এবং তার অন্যতম সহযোগী হাবিবুর রহমান আরজু ও সাহেদ আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সৈয়দ এখলাছুর রহমান/এমজেড/এবিএস