দেশকে অস্থিতিশীল করতে এখনো ষড়যন্ত্র চলছে
যারা দেশের স্বাধীনতা চায় না, শেখ হাসিনা বেঁচে থাক এটি চায় না, তারা এখনো দেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শনিবার দুপুরে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৭১ এর ঘাতক যুদ্ধাপরাধী, জাতির জনক বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতা হত্যার বিচার ও বিদ্যুৎ সংকট দূর হয়েছে। পাশাপাশি উন্নয়ন ও স্বাস্থ্য সেবায় এগিয়ে যাচ্ছে দেশ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক, টাঙ্গাইল জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন প্রমুখ।
এআরএ/এবিএস