ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা শুরু রোববার


প্রকাশিত: ১২:১৪ পিএম, ০৫ মার্চ ২০১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা (পুরাতন সিলেবাস অনুযায়ী) রোববার থেকে শুরু হচ্ছে। এ পরীক্ষা প্রতিদিন দুপুর ২টা থেকে আরম্ভ হবে। সারা দেশের সর্বমোট তিন লাখ ৬৯ হাজার ১৭২ জন পরীক্ষার্থী এক হাজার ৬৭৮টি কলেজের ৬৮৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

এ লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করছে। অনার্স ৩য় বর্ষ পরীক্ষার আংশিক সংশোধনী সময়সূচি প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) ৩য় বর্ষ ৮ মার্চ অনুষ্ঠিতব্য পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত এ পরীক্ষা আগামি ৯ মার্চ অনুষ্ঠিত হবে।

স্থগিত এ পরীক্ষা আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্র এ তথ্য জানিয়েছে।
                        
মো. আমিনুল ইসলাম/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।